দেশ

‘‌দিল্লি ভোটই দেশকে নতুন দশকে দিশা দেখাবে’‌, দ্বারকায় নির্বাচনী জনসভায় আত্মবিশ্বাসী মোদি

আগামী শনিবার দিল্লি বিধানসভার ভোট। আজ দিল্লির দ্বারকায় একটি নির্বাচনী জনসভার প্রচারে এলেন নরেন্দ্র মোদি। এদিন নাম না করে কেজরিওয়াল এবং দিল্লির শাসকদল আপ-কে কটাক্ষ করে মোদি বলেন, ‘‌আয়ুষ্মান ভারত প্রকল্পকে দিল্লিতে কার্যকর করতে বাধা দেওয়া হচ্ছে। গরিবরা ঘর পাচ্ছেন না। কেন্দ্রীয় কোনও প্রকল্প কার্যকর করতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিরোধিতায় সরকারি নীতি প্রকল্পকে কেন বাধা দেওয়া হচ্ছে। সব কিছুতেই বাধা, বিকৃত মানসিকতা। এমন একজন কখনও নেতা হতে পারেন।’‌
আগামী ১১ তারিখ দিল্লি ভোটের ফলাফল। বিজেপির জনসভাগুলিতে ভিড় দেখে তাঁদের দলের জেতা নিয়ে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদি বলেন, ‘‌ভিড় দেখেই নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে ১১ তারিখ কী ফল আসতে চলেছে। লোকসভা ভোটে দিল্লিবাসী বিজেপির উপর ভরসা করেছিলেন। তাই দেশ বদলিয়েছে। এবার দিল্লির শাসকদেরও বদল করবেন দিল্লিবাসীই। কারণ ‌দিল্লির কাজের গতি প্রয়োজন।’ জেতার পরই দিল্লির কলোনিগুলির উন্নতি করা হবে বলে এদিন ঘোষণা করেন নরেন্দ্র মোদি।