দেশ বিনোদন

দীপিকার জেএনইউ যাওয়ার সিদ্ধান্তকে ‘সাহসিকতার’ পরিচয় বলে আখ্যা দিলেন বলিউডের একাংশ

মঙ্গলবার রাতে জেএনইউ ক্যাম্পাসে হাজির হন দীপিকা পাডুকন। সেখানে তিনি বাম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে, পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন জানান। জেএনইউ ক্যাম্পাসে যাওয়ার পরই দীপিকার প্রশংসা শুরু করেন বলিউডের তামাম অভিনেতা এবং পরিচালকরা। পরিচালক অনুরাগ কাশ্যপ, অনুভব সিনহা, অভিনেত্রী স্বরা ভাস্কর, সিমি গেরিওয়াল, পুজা ভাট, রিচা চাড্ডা থেকে সংগীতকার বিশাল দাদলানি, সমস্বরে প্রত্যেকে দীপিকা পাডুকনের এই জেএনইউ যাওয়ার সিদ্ধান্তকে ‘সাহসিকতার’ পরিচয় বলে আখ্যা দিয়েছেন। পরিচালক অনুরাগ কাশ্যপ ঐশী ঘোষের সঙ্গে আলোচনারত দীপিকার ছবি দিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রোফাইল ছবি পালটে দেন। দীপিকা যা করেছেন, তার ভূয়ষী প্রশংসা শুরু করেন অনুরাগ৷ ছপক অভিনেতা বিক্রান্ত মেসিও দীপিকার প্রশংসা শুরু করে দেন৷ বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করও দীপিকা পাডুকনের প্রশংসা শুরু করে দেন ওই ঘটনার পরপরই৷শুধু তাই নয়, পুরুষের তুলনায় দীপিকা অনেক বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন স্বরা৷ প্রযোজক নিখিল আডবানিও লিখেছেন, “‘ছপাক’-এর প্রযোজক হিসেবে দীপিকা কিন্তু আজ জেএনইউ-তে না এসে মুম্বইয়ের কোনও মাল্টিপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনতে পারতেন। কিন্তু সেটা না করে উনি জেএনইউ-র আক্রান্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করে এসেছেন।” জেএনইউ ক্যাম্পাসে হাজির হওয়ার আগে ছাত্র আন্দোলন নিয়ে মুখ খোলেন দীপিকা৷ তিনি বলেছিলেন, “আমরা যে নিজেদের মত তুলে ধরতে ভয় পাইনি, সে জন্য আমি গর্বিত। এর ফল কী হতে পারে, এসব কিচ্ছু না ভেবেই যে আমরা নিজেদের বক্তব্য তুলে ধরছি, এটা সত্যিই দৃষ্টান্তমূলক।”