সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে মুখর হয়ে উঠেছে রাজধানী। প্রায় প্রত্যেকদিনই এই আইন প্রত্যাহারের দাবি নিয়ে দিল্লিতে বিভিন্ন সংগঠন বা পড়ুয়াদের মিছিল-বিক্ষোভ দেখা যাচ্ছে। রবিবারও ফের তেমনই এক আন্দোলনের সূচনা হল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে। মহিলা ও শিশু সহ একশোরও বেশি মানুষ রবিবার সন্ধ্যায় নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে পযাত্রায় সামিল হন। যা শুরু হয় জামিয়া বিশ্ববিদষালয়ের গেট থেকে এবং শেষ হয় শাহিন বাগে। সকলের মুখেই এদিন একটাই দাবি ছিল, এই আইন প্রত্যাহারে জোর দিতে দিল্লিবাসীকে একজোট হওয়ার আহ্বান। এই পদযাত্রায় প্রতীকি হিসাবে স্থানীয়দের মধ্যে কয়েকজন মহাত্মা গান্ধী ও বিআর আম্বেদকরের মতো পোশাক পড়ে পদযাত্রায় সামিল হয়েছিলেন। আরও তিনজন সেজেছিলেন ভগত সিং, রাজগুরু ও সুখদেব। তাঁদের মধ্যে একজন জেলের পোশাক পরেছিলেন এবং হাতে শেকল বাধা ছিল। আন্দোলনকারীদের মুখে স্লোগান ছিল, ‘আজাদি’ ও ‘সিএএ-এনসিআর পর হল্লা বোল’। অন্যান্যরা চাকার ওপর ডিটেনশন ক্যাম্প বানিয়ে তার ভেতর কিছু দুঃখী শিশুদের ভরে দিয়েছে এবং শিশুরা কবিতা করে স্লোগান দিচ্ছে সকলের সঙ্গে।