কলকাতা

ভাঙার কাজ শুরু হল টালা ব্রিজের

পূর্ব ঘোষণা মতো মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেল টালা ব্রিজ। পুজোর সময় থেকে ভারী যান চলাচল বন্ধ করা হয়েছিল। এবার সবরকম যান চলাচল বন্ধ হয়ে গেল। আজ শনিবার থেকে শুরু হবে ৭৫ বছর পুরনো এই ব্রিজ ভাঙার কাজ। ব্রিজের আশপাশে অনেক বাড়ি, স্কুল নানা প্রতিষ্ঠান রয়েছে, যাতে সেখানকার বাসিন্দাদের কোনও অসুবিধা না হয়, দূষণ না হয়, সে কথা মাথায় রেখে ঘিরে ব্রিজটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। শ্যামবাজারের দিক থিকে ব্রিজটি ভাঙার কাজ শুরু হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে উত্তর কলকাতার সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ রক্ষাকারী এই টালা ব্রিজ ভেঙে ফেলার ফলে পথচলতি মানুষের চরম দুর্ভোগ হবে। পাইকপাড়া, বেলগাছিয়া, মিল্ক কলোনি, বাগবাজার, চিৎপুর এলাকায় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। সব গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।