দেশ বিদেশ

‘ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও, সিএএ অপ্রয়োজনীয়’, বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

সিএএ-র কোনও প্রয়োজনই ছিল না: শেখ হাসিনা

এবার নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে মুখ খুললেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী একে আব্দুল মেমন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষ্যাত্‍কারে সিএএ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “আমরা বুঝিনি কেন ভারত সরকার এই কাজটি করল। সিএএ অপ্রয়োজনীয়।” তিনি আরও বলেছেন যদিও এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় তবুও এটি অপ্রয়োজনীয় বলেই আমার মনে হয়। তিনি আরও জানিয়েছেন,“বাংলাদেশ সিএএ এবং এনআরসির মত ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামায় নি। ভারত সরকারও সবসময় চেষ্টা করেছে এনআরসি এবং সিএএ-র প্রভাব যেন আমাদের দেশে না পড়ে। যখন আমি দিল্লি গেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখনই আমায় একথা জানিয়েছিলেন।”