বিদেশ

মাইক্রোসফটকে বিদায় জানালেন সংস্থার প্রতিষ্ঠাতা বিল গেটস

দীর্ঘ ৪৫ বছরের সম্পর্কে ইতি পড়ল। সিইও পদ আগেই ছেড়েছিলেন। এবার পরিচালন বোর্ড থেকেও সরে দাঁড়ালেন বিল গেটস। অর্থাৎ সরকারিভাবে নিজের তৈরি করা সংস্থার সঙ্গে আর কোনও সম্পর্ক রইল না গেটসের। অবসরের পর এবার সমাজসেবামূলক কাজ করবেন মার্কিন ধনকুবের। ১৯৭৫ সালে সতীর্থ পল অ্যালেনের সঙ্গে জুটি বেঁধে বিল গেটস তৈরি করেন মাইক্রোসফট সংস্থা। নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেলেও সংস্থাকে দাঁড় করিয়েছেন তিনি। পৌঁছে দিয়েছেন শিখরে। অন্যদিকে, মাইক্রোসফটও কম্পিউটার প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তি জগতে অভাবনীয় সাফল্য পেয়েছেন। যদিও ২০০০ সাল পর্যন্ত বিল গেটস নিজেই মাইক্রোসফটের সিইও পদে ছিলেন। তারপর দায়িত্ব ছেড়ে সংস্থার বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন। মাত্র ৩১ বছর বয়সেই তিনি সম্পূর্ণ নিজের চেষ্টায় বিশ্বের কোটিপতির তালিকায় নিজের নাম লেখান। ২০১৪ সালে ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেল্লা বসেন মাইক্রোসফটের সিইও পদে। এতদিন গেটস পরিচালন বোর্ডের সদস্য থাকলেও এবার সেই পদ থেকেও ইস্তফা দিলেন। মাইক্রোসফটে থাকাকালীনই, ২০০৪ সালে সমাজকল্যাণ মূলক কাজের উদ্দেশে স্ত্রীর সঙ্গে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে এধরনের কাজে অগ্রসর হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপাতত সেই কাজেই মন দেবেন বলে জানিয়েছেন বিল গেটস। বিদায়ী ভাষণে বিল গেটস বলেন, ‘‌মাইক্রোসফট আমার কর্মজীবনের একটা বড় অংশ। আমি এর জন্য গর্বিত। সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও, আশা করি আমাদের বন্ধুত্ব, সহযোগিতা অটুট থাকবে। বিশ্বের অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। ভবিষ্যতেও তা করব।’‌ বর্তমান সিইও সত্য নাদেলা তাঁকে বিদায় জানাতে গিয়ে বলেছেন, ‘‌বিল গেটসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। বিভিন্ন সময়ে ওনার পরামর্শ পেয়েছি। আশা করি, ভবিষ্যতেও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন।’‌