দেশ ভাইরাল

মাস্ক না পরায় কমান্ডোকে শাস্তি

থানার ভিতরে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে সিআরপিএফের কোবরা বাহিনীর কমান্ডোকে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হতেই আছড়ে পড়ল ক্ষোভ। যদিও থানার দাবি, লকডাউনের বিধিনিষেধ না মানায় গ্রেপ্তার করা হয়েছে ওই কমান্ডোকে। তারপর থানার ভিতরে পুলিসকর্মীদের সঙ্গে অভ্যবতা করায় তাঁকে চেন দিয়ে বাঁধতে বাধ্য হয়েছেন তাঁরা। ঘটনাটি কর্ণাটকের বেলাগাভি পুলিস স্টেশনের। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সিআরপিএফ। এই নিয়ে কর্ণাটক পুলিসের প্রধানকে চিঠি লিখেছে আধাসেনা। জানা গিয়েছে, শচীন সুনীল সাবন্ত নামের ওই কমান্ডোর গত ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ছিল। কিন্তু লকডাউন ঘোষণা হওয়ায় তাঁর ছুটি বাড়ানো হয়। পুলিসের দাবি, শচীন মাস্ক ছাড়াই এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। গত ২৩ এপ্রিল তাঁকে পুলিস আটকালে কর্দয ভাষায় তিনি সংশ্লিষ্ট পুলিসকর্মীকে আক্রমণ করেন।