অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমন্তে কর্মরত এক শ্রমিকের দেহ উদ্ধার হল ৷ নিখোঁজ রয়েছেন ১৮ জন শ্রমিক ৷ কুরুং কুমে জেলার ঘটনা৷ জানা গিয়েছে, গত ৫ জুলাই থেকে নিখোঁজ এই ১৯ জন শ্রমিক ৷ তাঁরা প্রত্যেকেই ভারত-চিন সীমান্তের একটি সড়ক প্রকল্পে কর্মরত ছিলেন ৷ মৃত ও নিখোঁজরা প্রত্যেকেই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার কথা নিশ্চিত করেছেন কুরুং কুমের ডেপুটি কমিশনার বেনজিয়া নিঘি ৷ তিনি জানান, প্রকল্পের সাইটের কাছের ছোট একটি নদী ফারুকের ধার থেকে মৃত শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে ৷