ফের দুর্ঘটনা মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে। সম্প্রীতি উড়ালপুলের উপর দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে প্রাণ হারালেন এক যুবক। বাইকের আরেক সওয়ারিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ভরতি করা হয় বিদ্যাসাগর হাসপাতালে। পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, শনিবার দুই বন্ধু ‘আর১৫’-বাইক নিয়ে দ্রুতগতিতে বজবজের দিক থেকে তারাতলার দিকে সম্প্রীতি ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন। এদিকে উড়ালপুলের মাঝেই ছিল একটি গর্ত। কিন্তু, তা
সেভাবে খেয়াল করেননি পশ্চিম মেদিনীপুর রাজনগর মোহনপুরে বাসিন্দা সন্তু বেড়া (২৪)। বাইকটি ওই গর্তের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর বাইক থেকে ছিটকে বেরিয়ে যান পিছনের সিটে বসা আরোহী। সোজা উড়ালপুল থেকে মাটিতে পড়েন তিনি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। এদিকে উড়ালপুলের উপর পড়ে মাথায় গুরুতর চোট পান সন্তু। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।