গতকাল রাতে এক নাগাড়ে বৃষ্টির জেরে কুলুর বালান পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বিপর্যয় নেমে আসে। এক নাগাড়ে বৃষ্টির জেরে বালান পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলে, কাদার স্তূপে ঢেকে যায় রাস্তাঘাট, বাড়িঘর।ধস নেমে একাধিক জায়গায়। ফলে যান চলাচল যেমন বিপর্যস্ত হয়ে পড়ে, তেমনি আতঙ্কে ভুগতে শুরু করেন স্থানীয়রা। এখন পর্যন্ত ১০জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে শুরু করা হয়েছে উদ্ধার কাজ।