মাধ্যমিকের পর এবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলিতেও ১০০ শতাংশ পাশের নজির গড়ল ছাত্রছাত্রীরা। শুক্রবার মাদ্রাসা, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফলাফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। তাতে দেখা গেল, প্রতিটি পরীক্ষায় পাশের হার একেবারে ১০০ শতাংশ। গত বছরের তুলনায় যা অনেকটাই বেশি। এদিন দুপুর ১২টা নাগাদ প্রকাশিত হয়েছে ফলাফল। এরপর ওয়েবসাইটে তা দেখতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষা ছাড়া বিকল্প পদ্ধতিতে এসব পরীক্ষায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশ করে ফলাফল জানিয়েছে মাদ্রাসা বোর্ড। সূত্রে খবর, দুপুর ১টার পর থেকে ছাত্রছাত্রীরা নিজের প্রতিষ্ঠান থেকে মার্কশিট, সার্টিফিকেট পাবে। এছাড়া যেসব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, তা হল – www.wbbme.org , www.wbresults.nic.in , www.exametc.com । এছাড়া এসএমএস করেও জানা যাবে ফলাফল। WBBME লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে 56070-তে পাঠালে ফলাফল জানতে পারবে পডুয়ারা।