জঙ্গিদের সাহায্য করার অভিযোগে বরখাস্ত করা হল ১১ জন সরকারি কর্মীকে। জম্মু-কাশ্মীর থেকে এমন খবর প্রকাশ্যে আসতেই, তা নিয়ে জোর জল্পনা ছড়িয়েছে। জানা যাচ্ছে, হিজবুল মুজাহিদিন সৈয়দ সালাউদ্দিনকে সাহায্যের অভিযোগেই বরখাস্ত করা হয় ১১ জনকে। যার মধ্যে অনন্তনাগের ৪ জন, বদগাঁওয়ের ৩ জন। বাকিরা বারামুলা, শ্রীনগর, কুপওয়ারা এবং পুলওয়ামার। তাঁদের মধ্যে ৪ জন শিক্ষা দফতরের কর্মী। ২ জন চাকরি করেন জম্মু কাশ্মীর পুলিশে। বাকিরা কৃষি, বিদ্যুৎ -সহ অন্য বিভিন্ন দফতরে কর্মরত ছিলেন।