বিদেশ

ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ১৪

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৪ জন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার উত্তর অ্যামাজনে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। রাজধানী মানউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলসে বিমানটি ভেঙে পড়ে। কী কারণে হঠাৎ মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমানটি, তা এখনও জানা যায়নি। বিমানে ১২ জন যাত্রী ছাড়াও ২ জন ক্রু মেম্বার ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বিমানটি মানাউস থেকে এই বার্সেলসই যাচ্ছিল। বিমানে পর্যটকরা ছিলেন। তাঁরা সকলে কোন দেশের নাগরিক তা জানা যায়নি। তবে অনেকেরই ধারণা, দুর্ঘটনায় আমেরিকার কয়েকজন নাগরিকের মৃত্যু হয়েছে। অ্যামাজনের গভর্নর উইলসন লিমা দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।