বিদেশ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, মৃত ১২০, আহত ১০০০

 ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।কয়েক মিনিটের ব্যবধানে পরপর আফটার শক অনুভূত হয়েছে। শনিবার সকালে জোরাল কম্পনের পর ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ১২০ জন। আহত ১০০০ এর বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পটির উৎসস্থল ছিল হিরাট থেকে ৪০ কিলোমিটার। প্রথম কম্পনের পর মোট ৭টি আফটার শক অনুভূত হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৬ থেকে ৬.৩।ভূমিকম্পের পর ভূমিধসের পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকার বহু বাড়ি ভেঙে পড়েছে। তাতেই চাপা পড়ে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে। চলতি বছরে মার্চেও শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ প্রাণ হারিয়েছেন আফগানিস্তানে।