ক্রাইম

উত্তপ্ত মধ্যপ্রদেশ, আদিবাসী মহিলাকে ধর্ষণ করে হত্যা, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে আহত ১৪ পুলিশ কর্মী

বিজেপি শাষিত মধ্যপ্রদেশে আদিবাসী মহিলাকে ধর্ষণ করে হত্যা। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ উঠেছে। আর তাই নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আদিবাসী বিক্ষোভকারীদের। প্রসঙ্গত পুলিশি সূত্রে জানা গিয়েছে, এই বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে পাতিদার সম্প্রদায়ের এক ব্যক্তি অপহরণ করে ধর্ষণ করে। এরপর আদিবাসী মহিলাকে হত্যা করে বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সরব হয়ে ওঠে আদিবাসীরা। তাঁরা বারগোন্ডা থানা ঘেরাও করে। আদিবাসী মহিলার দেহ নিয়ে থানার সামনে ধরনায় বসেন। পুলিশ তাঁদের সরাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। বিক্ষোভকারী আদিবাসীদের অভিযোগ, পুলিশের গুলিতে তাঁদের একজন নিহত হয়েছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে বিক্ষোভকারীদের হামলায় অন্তত ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।