ইরানের রাজধানী তেহেরানের একটি হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণ। তেহেরান টাইমসের খবর অনুযায়ী ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা। মঙ্গলবার রাতে সিনা আথার নামের ওই হাসপাতালে বিস্ফোরণ ঘটনা ঘটে। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এবং টেলিভিশনে দেখানো ছবিতে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাসপাতাল চত্বর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।