বিদেশ

কম্বোডিয়ায় ক্যাসিনোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১৯

কাম্বোডিয়ার একটি ক্যাসিনোতে ভয়বহ অগ্নিকাণ্ডে কমপক্ষে প্রাণ হারিয়েছেন ১৯জন। আহত বহু। তাদের সংখ্যা কত, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তবে আহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। প্রশাসনের আশঙ্কা, অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ১৯জনের বেশি। ধ্বংস্তুপের নীচে তারা চাপা পড়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সীমান্ত সংলগ্ন পয়েপেটের গ্র্যান্ড ডায়মণ্ড সিটি হোটেলের ক্যাসিনোতে, বুধবার মধ্যরাতে। জানা গিয়েছে, অন্যান্য ক্যাসিনোর তুলনায় এই ক্যাসিনোতে ভিড় বেশি হয়। আর বছর যেহেতু বিদায়লগ্নে, সে কারণে বুধবার রাতে ক্যাসিনোতে বহু মানুষ জড়ো হয়েছিলেন। প্রত্যদর্শীর বিবৃতি উদ্ধৃত করে পুলিশের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, আগুন লাগে রাত দুটো নাগাদ। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ চেহেরা নেয়। যারা দরজার কাছাকাছি ছিলেন, তারা দ্রুত বেরিয়ে আসতে পারলেও যারা কিছুটা ভিতরে ছিলেন, তাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব ছিল না। ধোঁয়ার ঢেকে যায় গোটা ক্যাসিনো। অনেকের দমবন্ধ অবস্থায় মৃত্যু হয়।