কলকাতা

তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে ডিলিট করা হল ‘বিতর্কিত’ প্রার্থী তালিকা

তৃণমূলের জাতীয় কর্মসমিতি তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ডিলিট করে দেওয়া হল পুরভোটের প্রার্থীদের নাম৷ ৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধেবেলা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই তালিকা প্রকাশ করা হয়৷ ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরবোর্ডের ভোট হওয়ার কথা৷ তার আগে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ৪ ফেব্রুয়ারির তালিকা ডিলিট করে বুঝিয়ে দিল এ নিয়ে আর কোনও বিতর্ক নেই৷