জেলা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, সাঁতরাগাছিতে কাপলিং খুলে আলাদা হয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের ২টি কামরা

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ ইস্পাত এক্সপ্রেস। আজ, রবিবার সকাল ৮:৩৫ মিনিটে হাওড়া থেকে ছেড়ে ওড়িশার দিকে যাচ্ছিল ট্রেনটি। সাঁতরাগাছি ঢোকার আগে হঠাৎই তিন এবং চার নম্বর কোচের মাঝে থাকা কাপলিং খুলে যায়। কামরা দুটি একে অপরের থেকে আলাদা হয়ে কিছুটা দূরে সরে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে চালক ট্রেনটিকে থামিয়ে দেন। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। দক্ষিণপূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, যে কামরার কাপলিং খুলে গিয়েছে সেখানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সেটিকে বদলে নতুন কামরা লাগানোর কাজ চলছে। সেই নতুন কামরা জোড়া হয়ে গেলে ট্রেনটি রওনা দেবে ওড়িশার উদ্দেশে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে তদন্ত করবে দক্ষিণ পূর্ব রেল।