দেশ

Two Covid-19 Positive Patients Die in Mumbai : মুম্বইয়ে করোনায় মৃত ২, আক্রান্তের শীর্ষে কেরল

ফের করোনার আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে। নতুন রূপ নিয়ে ফের ফিরে আসছে কোভিড। আক্রান্ত কেরল, তামিলনাড়ু ও মুম্বই। বাণিজ্যনগরীতে দুজনের মৃত্যু হয়েছে। সেই রাজ্যে স্বাস্থ্য দফতর এই খবর নিশ্চিত করেছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মোট ৬ হাজার ৬৬ জনের সোয়াব পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ১০৬ জনকে পজিটিভ হিসেবে পাওয়া গিয়েছে। বাকি ১০১ জন পুনে, থানে ও কোলাপুরের বাসিন্দা।  স্বাস্থ্যদফতরের রিপোর্ট অনুযায়ী, ৫২ জন আইসোলেশনে চিকিৎসা চলছে। তাদের দেহে মৃদু উপসর্গ মিলেছে। ১৬ জন হাসপাতালে চিকিৎধীন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অযথা প্যানিক করার কোনও কারণ নেই। ১৯ মে পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫৭। ১২ মে অবধি সংখ্যাটা ছিল ১৬৪। তবে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতের মধ্যে কেরলেও আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্ত ৬৯। একজনের মৃত্যু হয়েছে সেই রাজ্যে। দ্বিতীয় তালিকায় মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ৪৪। পরে রয়েছে তামিলনাড়ু (‌৩৪)‌, কর্নাটক (‌৮)‌, গুজরাট (‌৬)‌, দিল্লি (‌৩)‌। হরিয়ানা, রাজস্থান ও সিকিমে আক্রান্তের সংখ্যা এক জন করে। বাংলায় এখনও করোনার খোঁজ মেলেনি। নিজের রূপ বললাচ্ছে করোনা। JN.1 এর মূল খুঁজে পায় Omicron সাবভেরিয়েন্ট BA.2.86, যা Pirola নামেও পরিচিত। প্রথমে লুক্সেমবার্গে সনাক্ত করা হলেও, এটি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং পরে ভারত সহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে যে JN.1 এর নির্দিষ্ট মিউটেশন থাকতে পারে যা এর সংক্রমণ বৃদ্ধি করে, যার ফলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে জেএন ওয়ান কোভিড ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে মানব শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ততটা শক্তিশালী নয়।