দেশ

জঙ্গি যোগের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের ২ সরকারি কর্মী

জঙ্গি যোগের অভিযোগে বরখাস্ত জম্মু-কাশ্মীরের দুই সরকারি কর্মী। লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা তাঁদের দুইজনকে বরখাস্ত করেন। এরা হলেন আবদুল রহমান নাইকা ও জাহির আব্বাস। এদের মধ্যে নাইকা একজন ফার্মাসিস্ট, যুক্ত আছেন কুলগাম জেলায় স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষকতা বিভাগে। আব্বাস কিস্তওয়ার জেলার একটি সরকারি স্কুলে কর্মরত। সূত্রে খবর, কুলগামে রাজনৈতিক নেতা গুলাম হাসান লোন খুনে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র রয়েছে আব্বাসের। কুলগামের দেবসাড়ে রাজনৈতিক নেতা খুনে ২০২১ সালে তদন্ত শুরু করে পুলিশ। আরও খবর,  নাইকা শুধু তার স্থানীয় এলাকা কুলগামেই নয়, সোপিয়ান এবং অনন্তনাগের পার্শ্ববর্তী জেলাতেও বিচ্ছিন্নতাবাদ এবং সন্ত্রাসবাদের জাল বিস্তার করেছে।