সেবক-রংপো রেল প্রকল্পে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের । এর আগে গত ১৮ জুন টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছিল । এবার ওই প্রকল্পের অধীনেই কালিম্পং জেলার কালিখোলায় সেবক-রংপোর সেতু নির্মাণের সময় মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও দুই শ্রমিকের। তাছাড়া এখনও পর্যন্ত ওই প্রকল্পের কাজ করতে গিয়ে মোট সাত জনের মৃত্যু হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও (২৫) নামে দুই শ্রমিকের। দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা । ঘটনার পরই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ । উঠছে গাফিলতির অভিযোগ । রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক । এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায় । বিষয়টি দেখা মাত্রই অন্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করে ।