জেলা

লাগাতার বৃষ্টিতে মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু ২ বৃদ্ধের

একটানা বৃষ্টির জেরে মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। শুক্রবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জামুরিয়া গ্রামের ঘোষপুকুরে। মৃত বৃদ্ধের নাম নাটু মণ্ডল(৭৬)। মৃতের ছেলে কৃষ্ণ মণ্ডল জানান, ‘ভোর ছটা নাগাদ,দেওয়াল ভেঙে পড়ার আওয়াজ শুনে আমরা ছুটে যাই বাবার ঘরের দিকে। ঘরে ঢুকে দেখি, ঘরের এক দিকের দেওয়াল ভেঙে পড়েছে আর তার নিচে চাপা পড়ে রয়েছেন আমার বাবা। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কোনওক্রমে মাটি সরিয়ে রক্তাক্ত অবস্থায় বাবাকে সেখানে থেকে টেনে বের করি।’  তিনি আরও বলেন, ‘আমরা যখন বাবাকে ভাঙা দেওয়ালের তলা থেকে উদ্ধার করি তখনই দেখি বাবার হাত ভেঙে গেছে এবং নাক ও কান দিয়ে রক্ত বার হচ্ছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও পেলাম না। দেওয়ালের নিচে চাপা পড়ে বাবা মারা গেলেন।’ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে জঙ্গিপুর হাসপাতালে। অন্য দিকে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার পাথরডোবা গ্রামের অতি বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক জনের। মৃতের নাম আব্দুল ওয়াহিদ খান (৬৫)।