কলকাতা

দীর্ঘ অপেক্ষার অবসান, প্রকাশিত হল ২০১৪ সালের উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা

দীর্ঘ অপেক্ষার অবসান। ৯ বছর পর প্রকাশিত হল উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা । ২০১৪ সালের অগাস্ট মাসে হয়েছিল উচ্চ প্রাথমিকে নিয়োগের এই পরীক্ষা । যার ফল ঘোষণা হল বুধবার রাতে । তবে বর্তমানে শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৩৩৯টি । সেখানে মেধাতালিকায় প্রকাশিত হয়েছে ১৩ হাজার ৩৩৪ জনের নাম । তবে মেধাতালিকা প্রকাশিত হলেও স্বস্তি নেই চাকরিপ্রার্থীদের । তার কারণ হিসাবে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, এটা এখন বিচারাধীন বিষয় । ১১টি বিষয়ে আলাদা করে মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে কমিশন। শিক্ষক নিয়োগ ঘিরে একাধিক মামলা চলছে । তার মধ্যে অন্যতম হল এই উচ্চ প্রাথমিকের মামলা । হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই কমিশন ৯ বছর ধরে আটকে থাকা এই পরীক্ষার নিয়োগের মেধাতালিকা প্রকাশ করে । তবে ৩০ অগস্ট ফের শুনানি রয়েছে । সেখানে যদি হাইকোর্ট পরবর্তী পদক্ষেপ নেওয়ার নির্দেশ কমিশনকে দেয় তবেই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে । তবে এই প্রথম নয়, ২০১৯ সালেও একবার উচ্চ প্রাথমিকের এই পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু মেধাতালিকায় অনিয়মের অভিযোগ এনে সেই তালিকা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। অগাস্ট মাসে এই মামলার শুনানিতে প্রার্থীদের আবার নতুন করে ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে মেধাতালিকা প্রকাশ করল আদালত। দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের দাবি তুলেছিলেন তাঁরা। দু-বার ইন্টারভিউ দেওয়ার পরেও কেন নিয়োগ হয়নি সেই পরিপ্রেক্ষিতে অবস্থান বিক্ষোভ ছিল তাঁদের । এতদিন পর মেধাতালিকা প্রকাশিত হলেও তা ফের আদালতের অপেক্ষায় ৷