স্থগিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ শুক্রবার থেকে শুরু হওয়ার কথা ছিল চলচ্চিত্র উৎসব ৷ শহরে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জন্য চলচিত্র উৎসব স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হল বলে জানা যাচ্ছে। গতকালই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়, ৭ জানুয়ারি থেকে ৫০ শতাংশ দর্শক নিয়ে শুরু হতে চলেছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তবে তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্থগিত করতে হল উৎসব ৷ গতকাল সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন না আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী । ছিলেন পরমব্রত । গতকালই রাতের দিকে রাজ টুইটে লেখেন তিনি এবং শুভশ্রী দু’জনেই করোনায় আক্রান্ত । রয়েছেন হোম আইসোলেশনে । আর আজ জানা গেল পরমব্রত চট্টোপাধ্যায়েরও কোভিড আক্রান্ত হওয়ার কথা ৷ অভিনেতা-পরিচালক নিজেই টুইটে জানিয়েছেন সেকথা । শুধু পরমব্রত কিংবা রাজ নয়, আক্রান্ত হয়েছেন আয়োজক কমিটির আরও অনেকেই । এর মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষও কোভিড আক্রান্ত হয়েছেন ৷