জেলা

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণ। সূত্রে খবর, চম্পাহাটির হাড়াল গ্রামের সরদার পাড়ার বাসিন্দা পিন্টু মণ্ডল। পেশায় তিনি বাজি ব্য়বসায়ী। আজ, শনিবার দুপুরে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন বাড়িতেই ছিলেন পিন্টু। সঙ্গে পরিবারের আরও ২ সদস্য। অগ্নিদগ্ধ হন ৩ জনই। তাঁদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাব গ্রামের লোকেরাই। পরে ওই ৩ জনকে স্থানান্তরিত করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কীভাবে বিস্ফোরণ? স্থানীয় বাসিন্দাদের দাবি, এবছর যে পরিমাণ বাজি তৈরি করেছিলেন, তার সবটা বিক্রি করতে পারেননি পিন্টু। কিছুটা বাজি মজুত করে রেখেছিলেন বাড়িতে। গ্য়াস সিলিন্ডার থেকে সেই বাজিতে আগুন লেগে যায়। তারজেরেই এই বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিস।