দেশ

মুম্বইয়ের টোল প্লাজায় একের পর এক গাড়িতে ধাক্কা, মৃত ৩, আহত ৬

মুম্বইয়ের টোল প্লাজায় দুর্ঘটনা। বৃহস্পতিবার রাতে একটি এসইউভি গাড়ি দ্রুতগতিতে এসে একের পর এক গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন আরও ৬জন। মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজায় দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, এদিন এসইউভিটি খুব দ্রুত গতিতে বান্দ্রার দিকে আসছিল। রাত সাড়ে ১০টা নাগাদ বান্দ্রা-ওরলি সি লিঙ্কের টোল প্লাজার ১০০ মিটার আগে একটি নিয়ন্ত্রণ হারিয়ে এসইউভিটি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এরপরই সেখান থেকে পালাতে গিয়ে টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা মারে এসইউভিটি। দুর্ঘটনার জেরে ইতিমধ্যে দু’জন মহিলা সহ মোট তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। তবে  ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরও সামান্য আঘাত লেগেছে বলে খবর। পাশাপাশি গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।