দেশ

পুলওয়ামায় এনকাউন্টারে খতম ৩ জঙ্গি

নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে এনকাউন্টারে মারা গেল তিন জঙ্গি ৷ বুধবার ভোরে ঘটনাটি জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলার চান্দগামে ঘটেছে, জানিয়েছে পুলিশ ৷কাশ্মীর জোন পুলিশ একটি টুইট করে জানিয়েছে, “জইশ-ই-মহম্মদ সংগঠনের ৩ জন জঙ্গি মারা গিয়েছে ৷ এর মধ্যে একজন পাকিস্তানের বাসিন্দা ৷ বহু অস্ত্রশস্ত্র মিলেছে ৷ এর মধ্যে ২টি এম-৪ কার্বাইন এবং একটি একে সিরিজের রাইফেল উদ্ধার করা হয়েছে ৷”