বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে। বাস ও ট্রাকের মুখোমুখি সজোরে সংঘর্ষ। ট্রাকে ধাক্কা মেরেই উল্টে গেল বাস। দুমড়ে মুচড়ে যাওয়া বাসের মধ্যে আটকে আহত হয়েছেন প্রায় সকল যাত্রী। তাঁদের মধ্যে দশজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়। পুলিশ জানিয়েছে, আজ সকালে দৌসার জেলার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। উজ্জয়ন থেকে দিল্লিতে যাচ্ছিল বাসটি। তাতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। অধিকাংশই দিল্লির বাসিন্দা। বাকিরা কোটা ও সোনিপাতের বাসিন্দা। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল আজ সকালে। সেই সময় ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। সম্পূর্ণ দুমড়ে যায় বাসের সামনের অংশ। স্থানীয়রা ও পুলিশ মিলে উদ্ধার করেন আহত যাত্রীদের। ৩০ জন আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দশজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।
