বিনোদন

রেকর্ড গড়ল প্রথম দিনেই, ভক্তদের চাহিদা পূরণে পাঠানের আরও ৩০০টি স্ক্রিন সংখ্যা বাড়ানো হল

২৫ জানুয়ারি গোটা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে পাঠান। চারবছর ভক্তদের দীর্ঘ অপেক্ষা করিয়ে অবশেষে মুক্তি পেল ধরা দিলেন বাদশা। মুক্তির আগে গোটা দেশজুড়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর আশ্বাসে শেষমেশ বিতর্ক থেমেছে। কিছু কিছু জায়গায় বিরোধী দল পাঠান মুক্তিকে কেন্দ্র করে একাধিক উপায়ে সামনে আনে। কিন্তু শেষমেষ সেন্সর বোর্ডের নির্দেশে একাধিক দৃশ্য কাটছাঁট করে অবশেষে মুক্তি পেল পাঠান। মুক্তির আগেই কয়েক কোটি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল পাঠানের। আজ সকাল সকাল প্রেক্ষাগৃহে জমেছে হাজার হাজার ভক্তের ভিড়, কোথাও কোথাও হাউসফুল আবার কোথাও কোথাও চলেছে ভক্তদের সেলিব্রেশন। এক একটি প্রেক্ষাগৃহে লাগাতার শোয়েও কুল করা যাচ্ছেনা। ভক্তদের চাহিদা যেন মিটছে না। তাই পাঠান উদ্বোধনী দিনে আরেকটি রেকর্ড গড়ল। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানাচ্ছেন যে, প্রথম দিনেই আরও ৩০০ টি শো যুক্ত হয়েছে। কোনও সিনেমার ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের পর জরুরিভিত্তিতে একসঙ্গে ৩০০ টি শো বৃদ্ধি ঘটনা সত্যিই নজিরবাহীন। বিশ্বজুরে মোট আট হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান। গোটা বিশ্বব্যাপী ৮০০০ স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে পাঠান। এর মধ্যে ২৫০০টি বিদেশে রয়েছে। স্পাই থ্রিলার তারকা শাহরুখ খানের সঙ্গে ছবিতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এদিন তরণ আদর্শ টুইটে বলেছেন, “অভূতপূর্ব, পাঠান শো বেড়েছে, স্ক্রিন কাউন্ট সর্বকালের সর্বোচ্চ। প্রথম শোয়ের পরই প্রদর্শকদের দ্বারা ৩০০ টি শো বাড়ানো হয়েছে। মোট স্ক্রিন সংখ্যা এখন বিশ্বব্যাপী ৮০০০। তার মধ্যে ভারতে ৫৫০০ স্ক্রীন, বিদেশে ২৫০০ স্ক্রীন।” পাঠানের প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের সংখ্যা ছাড়িয়েছে মোট ৫.৫ লক্ষ। দ্বিতীয় স্থানে রয়েছে বাহুবলী-২। সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, প্রযোজক যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ পাঠান। শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল, ২০১৮ সালের জিরোতে। পাঠানে RAW এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ৷ পাঠানের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করেছেন।