দেশ

নাবালককে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়ে গেলেন ৩০ জন, মৃত ৪

মধ্যপ্রদেশে গভীর কুয়োয় পড়ে গেলেন ৩০ জন। মৃত্যু কমপক্ষে ৪ জনের। ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জ বাসোদা এলাকায়।  প্রায় ৫০ ফুট গভীর কুয়োটিতে ২০ ফুট জল রয়েছে। কুয়োয় পড়ে যাওয়া এক নাবালককে উদ্ধার করতে গিয়েই এই বিপত্তি। জানা গিয়েছে, এদিন ওই নাবালিকাকে উদ্ধারের চেষ্টার সময় একসঙ্গে অনেকে জড়ো হয়েছিলেন কুয়োর কাছে। সে সময়ই তাঁদের ভারে কুয়োর পাঁচিল ভেঙে যায়।  কুয়োয় পড়েন ৩০ জন। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় ও রাজ্যের উদ্ধারকারী দল। তাদের চেষ্টায় এখনও পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁরা সামান্য জখম হয়েছেন। এঁদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  উদ্ধারকার্য এখনও চলছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।