জেলা

লালন শেখের মৃত্যুতে সাসপেন্ড ২ সিবিআই আধিকারিক সহ ৪

সিবিআই হেফাজতে মৃত্যু হয়ে ছিল লালন শেখের। তার পর থেকেই এই ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই মুহূর্তে সূত্রের খবর, লালন শেখের মৃত্যুর ঘটনায় দুই সিবিআই আধিকারিক সহ চারজনকে সাসপেন্ড করা হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ২ সিবিআই অফিসার ও ২ কনস্টেবল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। বগটুই কাণ্ড নিয়ে গত বছরে রাজ্য রাজ্যনীতিতে যথেষ্ট চর্চা হয়েছিল। ভাদু শেখের খুন এবং তার পরেই বগটুইয়ে গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয় বহু মানুষের। সিবিআই হেফাজতে থাকার সময় বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালনের মৃত্যু হয়। এবার লালনের মৃত্যুর ঘটনায় সিবিআইয়ের দুই অফিসার এবং দুই কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। ওই দুই কনস্টেবল লালন শেখের পাহারার দায়িত্বে ছিলেন।