দেশ

অসম-মেঘালয় সীমান্তে গুলির লড়াই, বন দপ্তরের নিরাপত্তারক্ষী সহ মৃত ৬ গ্রামবাসী, ৭ জেলায় বন্ধ ইন্টারনেট

মঙ্গলবার অসম ও মেঘালয় সীমান্তে তুমুল গুলির লড়াইয়ের জেরে মৃত্যু হল ৬ জনের। এদের মধ্যে একজন বনকর্মী ও বাকীরা ৫জন পশ্চিম জয়ন্তীয়া জেলার বাসিন্দা। এই ঘটনায় জেরে উত্তপ্ত হয়ে ওঠে মেঘালয়ের এক বড় অংশ।যে গ্রামে ওই গুলি চালনার ঘটনা ঘটেছে সেই মুকরো গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিস বাহিনী। এপ্রসঙ্গে মেঘালয়ের ডিজিপি এল আর বিশনই জানান, ঘটনাটি ঘটেছে অসম-মেঘালয় সীমান্তের মুকরোহ গ্রামে। গুলির এই লড়াইয়ের ফলে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য তারপরই দেওয়া সম্ভব হবে। উত্তপ্ত পরিস্থিতিতে সতর্কতা হিসেবে মেঘালয়ের ৭ জেলায় মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। যে ৭ জেলার প্রশাসনকে সতর্ক করা হয়েছে ও মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলি হল পশ্চিম জয়ন্তীয়া হিলস, পূর্ব জয়ন্তীয়া হিলস, পূর্ব খাসি হিলস, রি ভৈ, পূর্ব-পশ্চিম খাসি হিলস, পশ্চিম খাসি হিলস ও দক্ষিণ পশ্চিম খাসি হিলস।