জেলা

শ্রীরামপুরের স্কুল খোলার পরই করোনা আক্রান্ত ৪ শিক্ষিকা, তবু পঠন-পাঠন চলছে

স্কুল খোলার পরই করোনা আক্রান্ত ৪ শিক্ষিকা। উপসর্গ দেখা দিয়েছে আরও কয়েকজনের দেহে। এবার ঘটনা হুগলির শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস হাইস্কুলের।  তার মধ্যেই শুরু হয়েছে পঠন-পাঠন ও পরীক্ষা। তাতেই শিক্ষিকা থেকে ছাত্রীরা কিছুটা হলেও আতঙ্কিত। ২০ মাস বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ। শিক্ষক-শিক্ষিকাদের করোনার টিকাকরণ হলেও, স্কুল পড়ুয়াদের এখনও হয়নি। ফলে স্কুল পড়ুয়াদের নিয়ে একটা আশঙ্কা রয়েছে। এরমধ্যেই ৪ শিক্ষিকার করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে। শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা তাপসী পাল জানিয়েছেন, স্কুলের ৪ জন শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছেন। আরও কয়েকজনেরও উপসর্গ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে। স্কুলে প্রতিদিন স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। বেঞ্চে একজন করে বসছে। হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সবদিক থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।