পাকিস্তানে বিস্ফোরণের জেরে মৃত্যু হল কমপক্ষে পাঁচজনের। জখম হয়েছে আরও ২০ জনের বেশি। শুক্রবার ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার পোন্ডা বাজার অঞ্চলের ট্যাঙ্ক আড্ডা এলাকায়। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার পোন্ডা বাজারের ট্যাঙ্ক আড্ডা এলাকায় বিস্ফোরণ হয়েছে। খবর পেয়েই উদ্ধারকারী দল ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে। প্রাথমিক ভাবে জানা গেছে, একটি মোটরবাইকে বিস্ফোরণ ছিল। আচমকা সেটি ফেটে যায়। ফলে জখম ও মৃত্যুর ঘটনা ঘটার পাশাপাশি গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কেউ কেউ বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলি চলেছে বলেও দাবি করেছেন।