কলকাতা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার আক্রান্ত ৬২০

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার আক্রান্ত হয়েছেন ৬২০ জন। এদিকে একদিনে ভাইরাসের বলি ১০ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ১৯ হাজার ২৫৭ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ১.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৬২৭ জন। এ নিয়ে মোট ১৫ লক্ষ ৯২ হাজার ৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭ হাজার ৬৩৯ জন।