Uncategorized জেলা

নাড্ডার কনভয়ে হামলার দায়ে গ্রেপ্তার ৭

জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছে। এমতাবস্থায় উস্তির শিরাকোল ও ফলতার দোস্তিপুরে নাড্ডার কনভয়ে হামলার ঘটনার ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃতদের ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়। এ দিকে, বৃহস্পতিবারের ঘটনা নিয়ে রাতেই ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, ডিজি-র কাছে একটি রিপোর্ট জমা দেন। শুক্রবার সেই রিপোর্ট জমা পরে স্বরাষ্ট্রসচিবের কাছে। তা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। পুলিশ বৃহস্পতিবারের হামলার ঘটনার তদন্তে নেমে স্বতঃপ্রণোদিত ভাবে তিনটি মামলা রুজু করে রাজ্য পুলিশ। তার মধ্যে দু’টি অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং তৃতীয়টি বিজেপি নেতা রাজেশ সিংয়ের বিরুদ্ধে। তারই তদন্তে নেমে সাত জনকে গ্রেফতার করা হয়। উস্তি থানার পুলিশ গ্রেফতার করে ৪ জনকে এবং ফলতা থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। রাকেশ সিংয়ের বিরুদ্ধে শিরাকোল এবং দেবীপুরের বাসিন্দাদের পরিস্থিতি অশান্ত করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।