মুম্বইয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পর পর কয়েকটি গাড়িকে ধাক্কা সরকারি বাসের ৷ পিষে দেয় পথ চলতি মানুষকে ৷ সোমবার রাতে কুরলা স্টেশনের কাছে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের ৷ আহত ৪৯ ৷ চার জনের অবস্থা আশঙ্কাজনক ৷ পুলিশ এবং পৌর কর্পোরেশন কর্মকর্তাদের মতে, সোমবার রাতে মুম্বাইয়ের নাগরিক পরিবহণ সংস্থা বেস্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী এবং রাস্তারে ধারে কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ কুরলা পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ মঙ্গলবার সকালে ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ তদন্ত শুরু হয়েছে ৷ কুরলার বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) এল ওয়ার্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাসের ব্রেক ফেল হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে ৷ বাস চালককে আটক করা হয়েছে । আধিকারিকরা জানিয়েছেন, ৩৩২ নম্বর রুটের একটি সরকারি বাসের (বেস্ট) চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পথচারী এবং বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে । প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্টের বাসটি পথ চলতি মানুষ ও অন্য গাড়িগুলিকে ধাক্কা মারার পর বুদ্ধ কলোনির একটি আবাসিক সোসাইটির গেটে ধাক্কা মারে । ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ আহতদের নিকটবর্তী ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক যানবাহন।