দেশ

উত্তরাখণ্ডে খাদে বাস পড়ে মৃত ৭ পুণ্যার্থী, আহত ২৮

গঙ্গোত্রী থেকে উত্তরকাশী যাওয়ার পথে বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে সাত পুণ্যার্থীরা। গুরুতর জখম হয়েছেন আরও ২৮ যাত্রী। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চালিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার ধাম যাত্রায় অংশ নিতে গুজরাত থেকে এসেছিলেন পুণ্যার্থীদের দল। গঙ্গোত্রী ধাম দর্শন শেষে রবিবার বাসে চেপে উত্তরকাশী যাচ্ছিলেন। বাসটিতে ৩৫ যাত্রী ছিলেন। বিকেলে গঙ্গোত্রীর রাষ্ট্রীয় রাজমার্গের গঙ্গনানির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে পড়ে যায় বাসটি। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দমকল ও পুলিশ কর্মীরাও ছুটে আসেন। যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু করেন। দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতর থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার করেন। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় আরও ২৮ যাত্রীকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান গঙ্গোত্রীর জেলাশাসক অভিষেক রুহেলা ও পুলিশ সুপার অর্পণ যদুবংশী। দুর্ঘটনাগ্রস্ত বাসের আহত যাত্রীদের উন্নত চিকি‍ৎসার জন্য প্রয়োজনে দেহরাদুনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জেলাশাসক। তবে বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল সে বিষয়ে কিছু জানা যায়নি।