কলকাতা

কলকাতার রেড রোডে সাড়ম্বরে পালিত হল সাধারণতন্ত্র দিবস

আজ সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালিত হল ৭৪ তম সাধারণতন্ত্র দিবস। প্রতিবারের মতো কলকাতায় রেড় রোডে সাধারণতন্ত্র দিবসের উপলক্ষে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জাতীয় পতাকা উত্তোলন করেন  রাজ্যপাল সি ভি আনন্দ বোস । উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার অনেক সদস্য, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা। দিল্লির মতো এখানেও ট্যাবলোতে থিম ছিল দুর্গাপুজো। ওই থিমের মাধ্যমে নারীশক্তিকে তুলে ধরতে চেয়েছে রাজ্য সরকার। এরই সঙ্গে বিভিন্ন সংস্কৃতিক ঐতিহ্যকেও তুলে ধরা হয় এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ছৌ নাচ, বাউল গান, জঙ্গলমহলের শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করা হয়। গত দুবছরে করোনার জন্য রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান সেভাবে হতে পারেনি। করোনার আতঙ্ক কাটতেই এবার জাঁকজমক সহকারে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান পালন করা হয়। কুচকাওয়াজ দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।