দেশে বিগত ২৪ ঘন্টায় ৭৫২ জন কোভিড আক্রান্ত হয়েছেন। নতুন ভ্যারিয়েন্টই বেশি দাপট দেখাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে এখনও পর্যন্ত মোট চারজনের মৃত্যু হয়েছে বলেও খবর। শুক্রবার ৩২৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের। দেশে করোনায় মোট আক্রান্ত বর্তমানে তিন হাজার চারশো কুড়ি। বিভিন্ন ভ্রমণস্থানগুলি থেকে করোনা আক্রান্তের বেশিরভাগ খবর আসছে। সামনেই বড়দিন তারপর নতুন বছর। করোনায় নয়া ভ্যারিয়েন্ট জেএন১ ছড়িয়ে পড়ছে বলে জানা গিয়েছে। ভয়ের কিছু নেই বলেই যদিও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।