দেশ রাজনীতি

আজ ৭৫ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদি, জন্মদিনে শুভেচ্ছা জানালেন রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রীরাও

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ৷ ৭৫ বছরে পা রাখলেন তিনি ৷ এই বিশেষ দিনে দেশ-বিদেশের একাধিক রাষ্ট্রনেতারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে ৷ জন্মদিন পালনে পিছিয়ে নেই বিজেপিও ৷ মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৫ দিন ধরে ‘সেবা পাখওয়ারা’ বা ‘সেবাপক্ষ’ পালনের উদ্যোগ নিল তাঁর দল ৷ আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে চলবে এই কর্মসূচি ৷ তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদ থেকে অভিনেতা-অভিনেত্রী, খেলোয়াড় থেকে সারা বিশ্বের মহান ব‍্যক্তিরা। মোদির জন্মদিন এক্স-এ শুভেচ্ছা জানিয়েছেন কিং খান। শাহরুখ খান বলেন, ‘ আজ প্রধানমন্ত্রী মোদির ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একটি ছোট শহর থেকে বৈশ্বিক মঞ্চে পৌঁছানোর যে যাত্রা আপনার তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। দেশের প্রতি আপনার শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং নিবেদন এই যাত্রায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ৭৫ বছর বয়সেও আপনার প্রাণশক্তি আমাদের মতো তরুণদেরও হার মানায়। আমি প্রার্থনা করি আপনি সর্বদা সুস্থ ও সুখী থাকুন…’