জেলা

রাজ্য পুলিশে শীর্ষস্তরে একাধিক রদবদল, বদলি হলেন ৭৯ জন আধিকারিক

লোকসভা নির্বাচনের আগে পুলিশে বড় রদবদল। সোমবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ৭৯ জন আধিকারিককে বদলি করা হয়েছে। রাজ্যের দমকল বিভাগের ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায়। অপরদিকে রাজ্যের দমকল বিভাগের দায়িত্বে থাকা বর্তমান ডিজি রণবীর কুমারকে বদলি করা হয়েছে রাজ্য ফরেনসিক ল্যাবরেটরির প্রশাসক পদে। এছাড়া মূলত এসডিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে রদবদল ঘটানো হয়েছে। মোট ৭৯ জন আইপিএস পদে সোমবার রদবদল ঘটিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। মুর্শিদাবাদ লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার অসীম খানকে, রানিগঞ্জের অতিরিক্ত সুপার সদর পদে এবং বিধাননগর কমিশনারেটের অতিরিক্ত চারু শর্মাকে সুন্দরবনের অতিরিক্ত পুলিশ সুপার সদর পদে, এসডিপিও সিদ্ধার্থ ধাপলাকে রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়। ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়কে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার পদে, ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডলকে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ডায়মন্ড হারবারের এসডিপিও, জলপাইগুড়ির ডেপুটি এসপি ডিআইবি, হলদিয়ার এসডিপিও, জঙ্গিপুরের এসডিপিও, মালদার চাঁচলের এসডিপিও, কালিম্পং গরুবাথানের এসডিপিও, ফরাক্কা জঙ্গিপুরের এসডিপিও সহ ৭৯ জনকে বদলি করা হয়েছে অন্যত্র। জলপাইগুড়ি জেলাও অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) পেল। গত প্রায় দেড় মাস আগে অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) ওয়াংদেন ভূটিয়া বদলি হয়ে যাওয়ার পর ওই জায়গাটি ফাঁকা ছিল। কাউকেই সেখানে আনা হয়নি। অনেকেই অনুমান করেছিলেন ধূপগুড়ি মহকুমা হলে অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ)এর হেড কোয়ার্টার ধূপগুড়িতে মহকুমা পুলিশ আধিকারিক দেওয়া হবে। সেখানে জলপাইগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) দেওয়া হল। এদিন রদবদলের পর জলপাইগুড়ি জেলায় অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) হিসেবে মুর্শিদাবাদ পুলিশ জেলার ভগবানগোলার মহকুমা পুলিশ আধিকারিক সমীর আহমেদ আসছেন বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এটা রুটিন ট্রান্সফার বলেই জানানো হয়েছে।