রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের কাজ চলছে। শ্লীলতাহানির অভিযোগের তদন্তে ডিসি সেন্ট্রালের নেতৃত্বে ৮ সদস্যের বিশেষ অনুসন্ধান দল গঠন করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, মহিলার অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে। লালবাজারের তরফে বলা হয়েছে, যা যা করণীয় সব কিছু করা হবে। কাউকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে সেটাও করা হবে। সেই কাজ করাও হচ্ছে। ইতিমধ্যে তালিকা তৈরি হয়েছে। অনুসন্ধান প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, আজ অফিসাররা রাজভবনে গিয়ে প্রয়োজনীয় অনুসন্ধানের কাজ করেছেন। অভিযোগকারিণী মহিলার সঙ্গেও কথা বলেছেন। অন্যদিকে দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আজ রাজ্য মহিলা কমিশনে ডেপুটেশন দেওয়া হয়। অবিলম্বে ওই অভিযোগকারীর নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে তাঁর সাংবিধানিক পদ থেকে সরিয়ে দেওয়া হোক। এই ব্যাপারে মহিলা কমিশন উদ্যোগী হোন। বিষয়টির সরজমিনে তদন্ত করা হোক রাজ্য মহিলা কমিশনের নেতৃত্বে। এই দাবিতে মহিলা কমিশনে ডেপুটেশন দেওয়া হয়। এপ্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় জানান, “রাজ্য মহিলা কমিশন হিসেবে আমরা রাজ্যের প্রতিটি মেয়ের কাছে দায়বদ্ধ। একইভাবে আমরা আইনকেও অমান্য করতে পারি না। মেয়েটির ঘটনাটি কী ঘটেছে সেটা যতক্ষণ না পর্যন্ত তদন্ত হচ্ছে আমার পক্ষে ডিটেলস বলা সম্ভব নয়। মেয়েটির সঙ্গে কথা বলার এখনও কোনো সুযোগ পাইনি। মেয়েটির সঙ্গে কথা বলতে হবে।”