জেল থেকে পালালেন আসামিরা। নাগাল্যান্ডের মুন জেলার একটি সংশোধনাগার থেকে ন’জন আসামি পালিয়ে গিয়েছে বলে পুলিস সূত্রে জানা যাচ্ছে। পলাতক আসামিদের মধ্যে রয়েছে খুনে অভিযুক্ত ব্যক্তিও। পুলিসের তরফে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। কীভাবে সংশোধনাগার থেকে পালিয়ে গেল ওই আসামিরা? খোঁজ চালাচ্ছে পুলিস।