পুজো উপলক্ষ্যে শিয়ালদহ ডিভিশনে ৯ জোড়া অর্থাৎ ১৮টি বাড়তি ইএমইউ স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করল পূর্ব রেল। পূর্ব রেলের তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছেন। ১৯ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই পরিষেবা মিলবে। আবার লক্ষ্মীপুজোতেও এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। শিয়ালদহ থেকে একদিকে বজবজ, বারুইপুর, অন্যদিকে কল্যাণী, রানাঘাট, বনগাঁ, ডানকুনি রুটে এই বাড়তি ট্রেন চলবে।