দেশ বিবিধ

ওমিক্রনকে রুখতে কার্যকর ‌হতে পারে কোভ্যাক্সিনঃ আইসিএমআর

ভারতেও হানা দিয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। তাই দ্রুত টিকাকরণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ওমিক্রন ভ্যারিয়েন্টকে রুখতে কতটা কার্যকরী হবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন?‌ এখনও পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আইসিএমআরের বিশেষজ্ঞ দল জানিয়েছে, ওমিক্রন এর উপর mRNA ভ্যাকসিন কাজ না করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু সব ভ্যাকসিন সমান নয়। সম্পূর্ণ অন্য অ্যান্টিজেনের মাধ্যমে দেহে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে কোভ্যাক্সিন। অর্থাত্‍ কোভ্যাক্সিন কোভিডের নতুন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর হতে পারে। এর আগে আলফা, বিটা, ডেল্টা, গামার ক্ষেত্রে কোভ্যাক্সিন এর কার্যকারিতা লক্ষ্য করা গেছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যাপ্ত অনুসন্ধানের প্রয়োজন রয়েছে। আইসিএমআর জানিয়েছে, করোনার নতুন স্ট্রেনের গঠনগত পরিবর্তন হয়েছে। এখনও এই ভ্যারিয়েন্টটি নিয়ে পর্যাপ্ত তথ্য নেই। এর জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এদিকে, দক্ষিণ আফ্রিকার এক চিকিত্‍সকের কথায়, ওমিক্রন আক্রান্তের দেহে ক্লান্তিভাব অনেক বেশি থাকে। এছাড়াও গলা ব্যাথা, পেশীতে ব্যাথা, শুকনো কাশির মতো উপসর্গ দেখা দেয়। গায়ে হালকা জ্বর থাকে।