যাত্রীদের জন্য সুখবর। আবারও শুরু হচ্ছে টোকেন পরিষেবা। আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এই ব্যবস্থা। আপাতত মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে টোকেন। নর্থ-সাউথ তথা ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই পরিষেবা শুরু হতে চলেছে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। করোনাকালে টোকেন ব্যবহার করা হলে হাতে হাতে ছড়াতে পারে সংক্রমণ । তাই প্রথমবারের লকডাউনের পর থেকে প্রায় ১৯ মাস বন্ধ থাকে কাউন্টার থেকে টোকেন দেওয়ার ব্যবস্থা । এরপর গত ২৫ নভেম্বরে নর্থ-সাউথ ও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আবারও ফেরানো হয় এই ব্যবস্থা । তবে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের জেরে বন্ধ করে দিতে হয় টোকেন পরিষেবা । বেশ কিছুদিন বন্ধ থেকে আবারও মেট্রোয় ফিরছে টোকেন ।