আজ টুইটারে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক বা আনফলো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এ দিন নবান্নে নিজেই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, রাজ্যপাল যেভাবে প্রতিদিন টুইট করে মুখ্যমন্ত্রী করে সরকারি আধিকারিকদের নির্দেশ দিচ্ছিলেন, তা মেনে নিতে না পেরেই রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করতে বাধ্য হয়েছেন তিনি৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রতিদিন টুইটারে এমন অসাংবিধানিক, অনৈতিক কথা বলতেন মনে হত আমরা চাকর বাকর, বন্ডেড লেবার৷ পরামর্শ নয়, উনি যেন আমাদের নির্দেশ দিতেন৷ অথচ আমরা মানুষের দ্বারা নির্বাচিত সরকার৷ আর উনি মনোনীত হয়েওসবার মাথার উপরে সুপার পাহারাদার হয়ে গেছেন৷’ মুখ্যমন্ত্রী অবশ্য বলেন, এই পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ক্ষমাপ্রার্থী৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রত্যেক দিন রাজ্যপাল সরকারি অফিসারদের ডেকে পাঠিয়ে নানা রকম ভয় দেখাচ্ছেন৷ অথচ সেই এক্তিয়ার রাজ্যপালের নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷