ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব। তাঁর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত-ও করবে সিবিআই। সিআইডি-র হাত থেকে এই মামলার তদন্তভার কেন্দ্রীয় সংস্থাকে দিল কলকাতা হাইকোর্ট। গত ১৩ মার্চ বিকেলে ‘খুন’ হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। জানা যায়, ঘটনার সময় কংগ্রেস কাউন্সিলরের সঙ্গী ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন বৈষ্ণব। এরপর নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পাশে মেলে একটা সুইসাইড নোটও। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা দায়ের হয়। নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যু অস্বাভাবিক নাকি খুন, তা নিয়ে মামলা করা হয়। মামলাকারীর তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়। পাল্টা রাজ্যের তরফে বলা হয়, ইতিমধ্যে ঘটনার তদন্ত করছে সিআইডি। উদ্ধার হওয়া সুইসাইড নোটের হাতের লেখা নিরঞ্জন বৈষ্ণবেরই কিনা, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সমস্ত বিষয় শুনে আদালত জানায়, যেহেতু তপন কান্দু এবং নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর মধ্যে লিঙ্ক রয়েছে, তাই এই মামলারও তদন্ত করবে সিবিআই (CBI)।